জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ সিলেট বিভাগের ৪ উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন। গত রোববার ঢাকায় এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জন উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। নতুন এই কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে রয়েছেন-সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ-সভাপতি হিসেবে রয়েছেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও কার্যকরী সদস্য হিসেবে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন ক্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বেশ কিছুদিন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি রাষ্ট্র সরকারি সফর করেছেন। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন।
Leave a Reply