আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর থানা পুলিশ এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১০ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ তাকে রোববার দুপুরে ভবের বাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন, ইসাকপুর ভাগ্যনারায়নপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে মতিউর রহমান(৪৫)। অভিযানে নের্তৃত্বদানকারী জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন ব্যবসায়ী মতিউর রহমান কে ভবেরবাজার থেকে গ্রেফতার করা হয়। মতিউর দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি ও সেবন করে আসছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুুতি চলছে।