স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা চৌধুরী বাড়ির দেশেবিদেশে বসবাসরত ব্যক্তির অর্থায়নে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বেতাউকা গ্রামে জুয়েল চৌধুরীর বাড়িতে এ কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক আছাব মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও জুবেল চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল।
প্রধান বক্তার বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মাহবুল আলম চৌধুরী, সাবেক মেম্বার রবিউল ইসলাম মান্না, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিলদার হোসেন।
আরও বক্তব্য দেন, সমাজকর্মী সুহেল মাহমদ, আব্দুল হক, ধন মিয়া, লফু চৌধুরী, বিপ্লব মিয়া, রমজান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন, জুয়েল চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুল গফফার।
সভায় বক্তারা হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণে আর্থিক সহায়তাকারীদের অভিনন্দন জানান।
এছাড়াও ইউপি চেয়ারম্যান বকুলের প্রতি চিলাউড়া হতে বেতাউকা পর্যন্ত নলুয়ার হাওরের মধ্যবর্তী সড়কের কাজ জন্য আহবান জানান।
প্রধান বক্তা এহিয়া চৌধুরী বলেন, ৭১ এর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে দেশ গঠনে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।#