–
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে প্রবাসীর বাড়িদে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত বাঘময়না গ্রামের মনর উদ্দিন এর বাড়িতে হানা দিয়ে গেইটের তালাখুলে দরজা ভেঙ্গে ঘে ঢুকে পরিবারের লোকজনকে জিন্মি করে অস্ত্রে মুখে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির শিকার পরিবারের লোকজন জানান, মনর উদ্দিনের ৫ ছেলের মধ্যে ২ ছেলে ইটালী,১ ছেলে লন্ডন ও আরো ২ছেলে সৌদি প্রবাসী। তাদের স্ত্রী সন্তানাদি দিয়ে তিনি প্রতিদিনের মতো রাথের খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতে ডাকাতদল হানা দিয়ে অস্ত্রেরমুখে পরিবারের লোকজনকে জিন্মি করে ডাকাতি করে নগদ টাকা স্বর্নালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস.আই অর্ণিবান বিশ্বাস ঘটনাস্থল পরির্দশন করেছেন। উল্লেখ্য অতিসম্প্রতি একই ইউনিয়নের গর্ন্ববপুর গ্রামে সৌদি প্রবাসী দুই সহোদয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হলেও পুলিশ ডাকাতির ঘটনায় কোন মামলা কিংবা আসামী গ্রেফতারে তৎপরাতা দেখায়নি।