স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বণিক(৮৫) আর নেই। আজ মঙ্গলবার। (২৭ আগষ্ট) সকাল আটটায় পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। বিকেলে কেন্দ্রীয় শশ্নানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্ঠাম হয়। তাঁর মৃত্যুর খবর শুনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক গুরুপদ সূত্রধরের নেতৃত্বে শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শেষ দেখতে তাঁর বাসায় ছুটে যান। পরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ আহ্বায়ক দিলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদির, সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জেলা কমিটির সদস্য কাজল বণিক, বিভাস দে উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পূজা উদযাপন পরিষদ নেতা দ্বিপক কুমার দেব, শশী কান্ত গোপ, অরূপ সরকার, বাসুদেব বাড়ি উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ, উপজেলা ক্রীড়া সংস্হার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া,আননময়ী পূজা কমিটির নেতা রিংকু ভট্টাচার্য, মান্না বণিক, রতন দাশ, রিপন গোপ প্রমুখ সভায় শোকপ্রকাশকারীরা প্রবীণ শিক্ষক নয়ন রঞ্জন বণিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।