1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের পৌর মেয়র আক্তার হোসেনের বিরুদ্ধে বিএনপির পরাজিত প্রার্থী রাজুর যত অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তের আগুন: পুড়ল মোটরসাইকেল সিলেটে প্রবাসির বাড়িতে ডাকাতির পর ফাঁকা গুলি ছুঁড়ে পালাল ডাকাতদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা ২০২৪ সালে সড়কে ঝড়েছে ৮৫৪৩ জনের প্রাণ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন জগন্নাথপুরে প্রশাসনের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন ও কমিটি গঠন দুই মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নিহত

জগন্নাথপুরের পৌর মেয়র আক্তার হোসেনের বিরুদ্ধে বিএনপির পরাজিত প্রার্থী রাজুর যত অভিযোগ

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ৫৯৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী পরাজয়ে বিএনপির এক স্থানীয় প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী রাজু আহমদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব বরাবরে লিখিত অভিযোগে তা উল্লেখ করেছেন। লিখিত অভিযোগের অনুলিপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমান, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন জীবনকে দিয়েছেন। লিখিত অভিযোগে রাজু আহমদ বলেন, ৩০ ডিসম্বর জগন্নাথপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপি চেয়ারপার্সনের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্ধীতা করি। আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করি। দলীয় প্রার্থী হিসেবে পৌর এলাকার জনগনের সাথে মতবিনিময় করি। পৌরসভায় দলীয় নেতাকমীদের নিয়ে প্রথমে কাজ শুরু করলেও পরবর্তীতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগীতায় বিশেষ করে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার আমার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এবং তাহার দিক নির্দেশনায় পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারকাজে ব্যস্ত সময় অতিবাহিত করি। ঠিক সেই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার যিনি দীর্ঘদিন দলীয় পদ পদবী ব্যবহার করে ফায়দা লুটেছেন, তিনি রাতের অন্ধকারে আওয়ামীলীগ প্রার্থীর সাথে আর্থিক লেনদেন মাধ্যমে এলাকায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন। এমনকি আমার দলীয় মনোনয়ন প্রাপ্তির ব্যবহারে আপনাকে ও মাননীয় তারেক রহমানকে জড়িয়ে কু রুচি পূর্ণ বক্তব্য প্রদান করে জন সমক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করেন। তিনি বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পৌর নির্বাচন দল একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বিধায় ঐক্যের বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে শ্লোগান নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাখায়াত হোসেন জীবন, ইলিয়াছ পতœী তাহসিনা রুশদী লুনা, ওশাম্মী আক্তার শিপা হাটে বাজারে পথসভায় আমার জন্য জনগনের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করে ধানের শীষের জোয়ার বইয়ে দেন। কিন্তু বর্তমান পৌর মেয়র আক্তার হোসেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে মাঠে না নেমে কুট কৌশলের মাধ্যমে দলীয় স্বার্থ তোয়াক্ষা না করে ভাই বন্ধু,আত্বীয় স্বজন,গোষ্টি সমেত ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন। পারিবারিক সূত্রধরে ব্যক্তিগতভাবে তাহার সাথে সাক্ষাত করে তাহার মন জয় করতে পারিনি। এমনকি জেলা বিএনপি আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ফোন করে সহযোগীতার কথা বললেও কোন কাজ হয়নি। রাজু আহমদ আরো উল্লেখ করেন, আমি যেভাবে প্রবাসে থাকি আমার প্রতিদ্বন্ধী প্রার্থীদ্বয় প্রবাসী। আক্তারুজ্জামান দলীয় সকল শৃঙ্কলা ভঙ্গ করে তাহাদের কাছ থেকে উৎকোচ গ্রহন করে দলের মর্যাদা বিনষ্ট করে আমার পরাজয়কে তরান্ধিত করেন। এমতাবস্থায় আমি ৬ হাজার ভোট পেয়েও পরাজিত হই। তিনি বিএনপির পরিশীলিত স্বচ্ছ জবাবদীহিমুলক রাজনীতি চর্চ্চার লক্ষ্যে আক্তারুজ্জামান ও তার দোসরদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com