আজহারুল হক ভূঁইয়া শিশু :: জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে বিরোধপূর্ণ ভূমিতে গৃহ নির্মাণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পূর্ব ভবানীপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আশিকুল হক ও ব্যবসায়ী লিলু মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। বিরোধপূর্ণ ভূমিতে বৃহস্পতিবার লিলু মিয়া পক্ষের লোকজন জোরপূর্বক ঘর নির্মাণ করতে যান। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমানের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগেই লিলু মিয়ার লোকজন ঘর নির্মাণ কাজ শেষ করেন । উল্লেখ্য বিরোধপূর্ন উক্ত ভূমিতে এক পক্ষ জোরপূর্বক গৃহ নির্মাণ ও অপরপক্ষ গৃহ ভাঙ্গার কাজ করে আসছে। একাধিকবার গৃহ নির্মাণ ও ভেঙ্গে ফেলাল ঘটনা ঘটেছে। উভয়পক্ষের শক্তির মহড়া বন্দুক যুদ্ধ ও পাল্টা পাল্টি মামলা মোকদ্দমা চলছে। যেকোন মুহুতে আবারও ঘর ভেঙ্গে ফেলা ও সংঘষের ঘটনা ঘটতে পারে। জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply