আকবর আলী পাটলী থেকে:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ,কে ও পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়। শনিবার দুপুরে ইউনিয়ণ পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুল হক এর সভাপতিত্বে ও পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ,কে এর সভাপতি মোঃআছাদুর রাজা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাটলী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ,কে এর কোষাধক্ষ মোঃ আশিক মিয়া চৌধুরী,পাটলী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ,কে এর সদস্য আজম খান, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মিয়া তালুকদারসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ১০৩ পরিবারের মধ্যে ৫৫বান ঢেউটিন বিতরণ করা হয়। পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র ইউনিয়নবাসীর চাহিদা অনুযায়ী ১০৩ পরিবারের মধ্যে ৫৫ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি পাটলী ওয়েল ফেয়ার ট্রাস্টসহ প্রবাসী ও ব্যবসায়ীবৃন্দ ঢেউটিন বিতরণে আর্থিক সহযোগীতা করেন। এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।