স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে স্থানীয় রসুলগঞ্জ বাজারে আনন্দ র্যালি বের হয়ে বাজার এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ার আহমদ ইমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রুকনের পরিচালনায় মিছিলপূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ মিয়া, সাধারন সম্পাদক মুন মোহাম্মদ মতছির আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, ও ফরহাদ আহমদ প্রমুখ।