ব্রাডফোড ইউকে সিলেট স্পোর্টস প্রজেক্টের উদ্যোগে জগন্নাথপুরের পাটলীতে ফুটবল টুর্র্ণামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে’ এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়।
টুর্ণামেন্টের ফাইনালে সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মিনহাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে তৃতীয় স্থান অর্জন করে কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাটলী যুব সংঘ এর ক্রীড়া সম্পাদক গনমাধ্যমকর্মী মো. উসমান গনি।
পাটলী যুব সংঘের সভাপতি নোমান শাহ কেনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মাহির ইসলাম ও সামজসেবক নাঈম ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাডফোড ইউকে সিলেট স্পোর্টস প্রজেক্টের চেয়ারম্যান হুমায়ূন আহমদ, ভাইস চেয়ারম্যান মো. গফুর মিয়া, সেক্রেটারী আমরোজ আলী, এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুর রহমান, ট্রেজারার আফরোজ্জামান চৌধুরী, সংগঠক আতিকুর রহমান চৌধুরী, শফিউল করিম, ক্রীড়া সংগঠক শাহ জামাল।
এছাড়া আরও বক্তব্য রাখেন- সংগঠক সেবুল মিয়া, যুব সংঘের প্রচার সম্পাদক লুতফুর রহমান সুয়েব, মিনহাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান সিরাজ প্রমুখ।
পাটলী ইউনিয়ন যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে ইউনিয়নের ছয়টি বিদ্যালয় অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো- কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনহাজপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রেস বিজ্ঞপ্তি