ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্ধোধন হয়েছে জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর যুব সমাজ আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর।
গতকাল শনিবারবিকেলে নয়াবন্দর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
উদ্ধোধনী খেলায় কিং স্টার ফুটবল একাদশ মুখোমুখি হয় ইলিভেন স্টার পাইক পাড়া’র। খেলায় ৩-১ গোলে বিজয়ী হয় ইলিভেন স্টার পাইক পাড়া।
কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক শহীদুল ইসলাম ও সুজেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম. লতিফ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আবু ইমানী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইন্তাজ মিয়া, সুরুজ আলী, জয়নাল আবেদীন, আবু বক্কর, শাহাব উদ্দিন, তয়কির আলী, কবীর আহমেদ হীরা, হাজী সুহেল আহমদ খান টুনু, সুহেল আহমেদ, আলাউদ্দিন, আজির উদ্দিন, ফারুক কবিরী, হোসাইন আহমদ টিটু, ফখরুল ইসলাম, সুহিন মিয়া, বাবুল খান, মনজুর আহমদ, সৈয়দ এনামুল হোসেন (সাবেক মেম্বার), ছদরুল ইসলাম, সৈয়দ রুকন মিয়া, আব্দুল হামিদ, দিনাজ চৌধুরী, মুহিবুর রহমান রাসেল, জনি চৌধুরী, এমেল রাজা চৌধুরী, ফয়ছল আহমদ অপু, সুহেল আহমদ, সুজন আহমদ, হাবিবুর রহমান, সাহেদ আহমদ, আলীনুর মিয়া, ছোটন আহমদ, আবেদ আলী, ফুল মিয়া, রায়হান আহমদ, তানভির আহমদ, রাকিব আহমদ ও তুহিন আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন- খেলাধুলার প্রতিযোগিতা আমাদের যুব সমাজের শারীরিক গঠনে সহায়ক ভুমিকা পালন করে। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব। তাই এ ধরনের প্রতিযোগিতায় সামর্থবানদের পৃষ্ঠপোষকতা দেয়া প্রয়োজন।
Leave a Reply