স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে হযরত আছিম উল্লাহ স্মরনে প্রতি বছরের ন্যায় পালিত হয়েছে বাৎসরি ঔরস মোবারক। বোরবার উপজেলার নাদামপুরস্থ লন্ডন প্রবাসী হাজি শাহ আসাদ উল্লার বাড়িতে আছর নামাজবাদ থেকে সোমবার ভোররাত পর্যন্ত আশেকানের যিকির আসকার,ভক্তিমূলক গানের মধ্য দিয়ে অনুষ্টান শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রচড়ী পীর মাশায়েক শাহ সৈয়দ আওয়াল মিয়া,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,জগন্নাথপুর থানার এস আই মঈনউদ্দিন,মিজানুর রহমান,এলাকার বিশিষ্ট মুরুব্বি আবুল কালাম,নজাক আলী,রজাক মিয়া,ছমির উদ্দিন,উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইলাম মুন্না,তোফাজ্জল হক সুমন, আবু হেনা,ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম,এলাকার তরুণ সমাজ সেবক নানু বখত,জালাল বখত,ওসমান বখত প্রমুখ। অনুষ্টান শেষে সকল মানুষ,বক্ত,আশেকানদের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জগন্নাথপুরের নাদামপুরে আছিম উল্লাহর স্মরণে বাৎসরিক ঔরশ মাহফিল অনুষ্ঠিত
