স্টাফ রির্পোটার:: জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ধান কাটতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ময়মুন খান এর সাথে তার চাচাতো ভাই ও ভগ্নিপতি একই গ্রামের ইসলাম খানের নলুয়ার হাওরের বোরো জমি নিয়ে বিরোধ চলছিল। যা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইসলাম খানের লোকজন প্রতিপক্ষকে ধান কাটতে রোববার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জগন্নাথপুর থানার উপ-পর্রিদশক (এস আই) লুৎফর রহমান জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ধান কাটা নিয়ে সংষষে জড়িয়ে পড়ায় আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করি। এসময় উত্তেজিত জনতাকে শান্ত করতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।