স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন হাওরের ফসল উত্তোলনে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। পাকাফসল যাতে কোন অবহেলায় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ফেলতে তিনি কৃষকদের অনুরোধ করেন।
তিনি সোমবার ( ৭ এপ্রিল) নলুয়ার হাওরের ভুরাখালি বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যার সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডোর এসও সবুজ কুমার শীলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম প্রমুখ সভায় কৃষকরা হাওরের ফসল রক্ষা ও বেড়িবাঁধের মাটির সমস্যা তুলে ধরে নদী খনন ও কৃষকদের সুবিধার্থে একটি কৃষক ছাউনী নির্মাণের দাবি জানালে জেলা প্রশাসক তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী সরকারি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।