স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে কবরস্থানের ভূমি দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিটক গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের পঞ্চায়িতী কবর স্থানের ভূমি একই গ্রামের আজমান আলী দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করেন। গ্রামবাসীর শত বছরের একমাত্র কবর স্থানের ভূমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর’র নিকট লিখিত অভিযোগ প্রদান করেন।
অভিযুক্ত আজমান উল্লার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার মালিকাধীন ভূমির সঙ্গে কবরস্থানে ভূমি থাকায় কিছু ভূমি আমার দখলে রয়েছে। সরকারী সার্ভেয়ার দ্বারা মাফযোগ করে যদি আমার দখলে ভূমি থাকলে আমি তা ছেড়ে দেব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।