বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তাঁরা হলেন ১নং কলকলিয়া আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের নৌকা প্রতীকের সাথে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিমের (চশমা) প্রতীকের মধ্যে। এছাড়াও বিএনপির প্রার্থী রফিক মিয়া (ধানের শীষ) প্রতীক নিয়ে মুল লড়াইয়ে আসার চেষ্ঠা করছেন। এ ইউনিয়নে পুরুষ ভোটার রয়েছে ৯৯৩১ ও মহিলা ভোটার রয়েছেন ১০,০৮৬। প্রশাসনের হিসেব মতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মাত্র ২টি।
পাটলী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক এর (আনারস) প্রতীকের সাথে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়ার (নৌকা) প্রতীকের মুল লড়াই হবে। এখানে পুরুষ ভোটার ৬৪৪৭ ও মহিলা ভোটার ৬৫২৫জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মাত্র তিনটি।
হাওর অধ্যুষিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়ার নৌকা প্রতীকের সাথে মুল লড়াই অবতীর্ণ হয়েছেন ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হারুণ রাশীদ। এ ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯টি টি। পুরুষ ভোটার ৭৭৭৯ ও মহিলা ভোটার ৮১৬১ জন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যন পদে প্রার্থী হয়েছেন ৬ জন এখানে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান এর (নৌকা) প্রতীকের সাথে বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ মোচ্ছাব্বির এর (ধানের শীষ) প্রতীকে মুল লড়াই হবে। এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্র্থী তৈয়ব মিয়া(আনারস) নিয়ে লড়াইয়ে আসার চেষ্ঠা করছেন।
এ ইউনিয়নে ভোটার রয়েছেন পুরুষ ৭৭২৫ মহিলা ভোটার ৭৭৫১। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ছয়টি।
আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এখানে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানীর (নৌকা) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান এর (চশমা) প্রতীকের মধ্যে মুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মদরিছ মিয়া লড়াইয়ে আসার চেষ্ঠা করছেন। এ ইউনিয়নে পুরুষ ভোটার রয়েছে ৮৯২৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৮৯১৭জন। ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি।
পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৭জন। তন্মেধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিন এর নৌকা প্রতীকের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল(মোটর সাইকেল) প্রতীকের মধ্যে লড়াই হতে পারে। ইউনিয়নের পুরুষ ভোটার ৯২৯১ ও মহিলা ভোটার ৯৫৩৪জন। ঝুকিঁপুর্ণ ৬টি কেন্দ্রে রয়েছে। ভোটারদের সাথে কথা বলে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে,চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রবাসী প্রার্থীরা টাকা বিতরনের খেলায় মেতে উঠেছেন। যে কারণে ফলাফল কী হয় তা পুরোপুরি নিশ্চিত করে বলা না গেলেও উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত দুই জন চেয়ারম্যান প্রার্থী ও দলের একজন বিদ্রোহী প্রার্থী মুল লড়াইয়ে আছেন। তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী দ্বীপক কান্তি দে দীপাল ও আশারকা্ন্দি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব খান এবং পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন মুল প্রতিদ্বন্ধীতায় রয়েছেন। যদি কোন কারণে তারা পরাজিত হন তাহলে প্রতিদ্বন্ধী প্রার্থীদের টাকার কাছেই পরাজিত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ এই তিন চেয়ারম্যান প্রার্থী সার্বক্ষনিক দেশে থেকে আওয়ামীলীগের রাজনীতি করেন। থাকেন ইউনিয়নের মানুষর সাথে সুখে দুঃখে। তাদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা যুক্তরাজ্য প্রবাসী ও প্রচুর অর্থবৃত্তের মালিক হওয়ায় ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের ভূমিকাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হতে পারেন।