জগন্নাথপুর টুয়েন্টিফোর #
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছড়াগ্রামে এক ব্যাক্তি গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পযমর্ত্ম লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে থানা পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ছড়া গ্রামের মঞ্জুর কাবেরীর বাড়িতে দীর্ঘদিন ধরে ওসমানিনগর থানার কুছকিপুর গ্রামের জাহির মিয়ার পুত্র মাহমুদ মিয়া (৩২) স্ত্রী সন্তান নিয়ে কাজের লোক হিসেবে মঞ্জুর কাবেরীর বাড়িতে বসবাস করে আসছিল। বুধবার বিকেল ৫ টায় মাহমুদ মিয়া বসত ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারঁ লাশ ঝুলন্ত অবস্থায় লোকজন দেখতে পেয়ে থানায় পুলিশে খবর দেওয়া হলে এস, আই আব্দুল কাদিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রাত সাড়ে দশটায় ঘটনাস্থল থেকে এস,আই আব্দুল কাদির মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টিফর ডটকম কে জানান, মঞ্জুর কাবেরীর সঙ্গে মাহমুদ মিয়ার স্ত্রীর অনৈতিক সর্ম্পকের ছিল বলে গ্রামে গুণজন রয়েছে। প্রাথমিক ভাবে ঘটনা ধারনা করা হয়েছে স্ত্রীর অনৈতিক সর্ম্পকের কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটেতে পারে, ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা।