আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি নিরীহ পরিবারকে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। একের পর মিথ্যা অভিযোগে ওই পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন। জানা গেছে ছিলিমপুর গ্রামের আক্তার মিয়ার সাথে তাঁর আপন চাচাত্বো ভাই প্রবাসী সাহেদ মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি সাহেদ মিয়া দেশে এসে আক্তার মিয়ার পরিবারকে পারিবারিক ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্ঠা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি একটি কুচক্রি মহলের প্ররোচনায় আক্তার মিয়া ও তার পরিবারের লোকজনকে নানা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে হয়রানী করছেন। যা জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করে আক্তার মিয়া থানা পুলিশকে অবহিত করেছেন একাধিকবার। ব্যবসায়ী আক্তার মিয়া জানান, প্রভাবশালী চাচাত্বো ভাইয়ের প্রভাবে ইতিমধ্যে একটি প্রতারনা মামলার আসামী হয়ে আমার ছোট ভাই আকবর হোসেন এক সপ্তাহ জেল খেটেছেন। গত ১১ মার্চ ভোর রাতে সাহেদ মিয়ার বাংলা ঘরের বাান্দায় আগুনের লাগার শব্দশুনে আমরা ঘর থেকে বের হয়ে তাকে সহযোগীতা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এঘটনায় পুলিশ পরদিন ঘটনাস্থল পরির্দশন করেছে। আশঙ্কা করা হয়েছে এনিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হতে পারে। ব্যবসায়ী আক্তার বলেন, আমি জগন্নাথপুর বাজারে আড়ৎ ব্যবসা করে পাঁচ বোন, দুই ভাই ও মাকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি কোন রকম জীবিকা নির্বাহ করছি। হঠাৎ করে উক্ত জায়গা থেকে আমাদেরকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেন আমার চাচাত্বো ভাই। নিরুপায় হয়ে আমি বাদী হয়ে সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মামলা নং-৬৫/১৩ দায়ের করি যা বিচারাধীন রয়েছে। মিথ্যা হয়রানীমুলক মামলা থেকে রক্ষা পেতে তিনি পুলিশ প্রশাসন ও গনমাধ্যমসহ বিভিন্ন মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি। এবিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হয়রানীমুলক কাউকে মিথ্যা অভিযোগে হয়রানী করা হবে না।
Leave a Reply