Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের চিতুলীয়াস্থ গ্রামের বাড়িতে আলহাজ্ব হরমুজ আলী মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর থানার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর পীরের গাঁও এলাকার চিতুলীয়া গ্রামের প্রবীণ ব্যাক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব হরমুজ আলী মাষ্টার সাহেবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলাকার বিপূল সংখ্যক মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কুতুবে সুনামগজ্ঞ হযরত মাওলানা আমীন উদ্দিন শায়েখে কাতিয়া ( রহঃ) এর সুযোগ্য ছাহেবজাদা হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দভরাং মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব , হযরত মাওলানা ওয়ারিছ উদ্দিন সাহেব বিশ্বনাথী , চিতুলীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ আলী সাহেব , মাওলানা শামসুল ইসলাম নূরী সাহেব ।

দোয়া মাহফিলে এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ছোরাব আলী , তৌরিদ আলী, হাজী বশির উদ্দিন ,আবদুল আহাদ, রহমত আলী , আবদুল মনাফ, এডভোকেট লোকমান আহমদ, হাফেজ আবদুল মোনায়েম, ইকবাল হোসেন লিলু , আবদুল করিম জসিম, জাবেদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম , জিলু মিয়া আবদুল আজীজ , শাহেন মিয়া , রায়হান উদ্দিন রুনু, রিপন মিয়া ,আবু সুফিয়ান প্রমূখ ।

Exit mobile version