স্টাফ রিপোর্টার:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটিতে জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ সাবেক জনপ্রিয় ফুটবলার ক্রীড়া সংগঠক ও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মাষ্টার কোষাধ্যক্ষ মনোনীত হওয়ায় জগন্নাথপুরের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন,শহীদ স্মৃতি সংসদ শ্রীরামসির উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ ও সাধারণ সম্পদক মুহিবুর রহমান মুহিব,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু, আজিজুর রহমান,ক্রীড়া সংগঠক সৈয়দ সাব্বির আহমদ,সালাহ উদ্দিন এক অভিনন্দন বার্তায় বলেন, একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে সিরাজ উদ্দিন মাষ্টারকে কোষাধ্যক্ষ মনোনীত করায় আমরা অভিভূত। আমরা আশা করব সবাইকে নিয়ে তিনি সিলেটের ক্রীড়া সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যাবেন।
Leave a Reply