স্টাফ রিপোর্টার::জগন্নাথপুরের কেশবপুর নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নতুন বাজার তদারক কমিটি ও বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা আফতর আলীর উদ্যোগে ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আছর নামাজবাদ থেকে পর দিন ফযর পর্যন্ত দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওযাজ ফরমান। গ্রামের লন্ডন প্রবাসী হাজী মনোহর আলীর সভাপতিত্বে ও কেশবপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমান আওলাদে ওলি ফুলতলী আল্লামা নজমুদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে ওয়াজ ফরমান হযরত মাওলানা মুফতি নেছার আহমদ চট্রগ্রামী,হযরত মাওলানা মুহিবুর রহমান কুতুব। অন্যান্যদের মধ্যে বয়ান পেশ করেন রসূলগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ছদরুল আমিন,কেশবপুর বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান,উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইমাদ উদ্দিন ও মাওলানা জামিল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর বাজার ব্যবসাহি সমিতির সেক্রেটারী আজাদ খাঁ, সাবেক সেক্রেটারী চান মিয়া,এলাকার বিশিষ্ট মুরুব্বি লন্ডন প্রবাসী হাজী ছোবান মিয়া,হাজী আলতাব হোসেন, হাজী লতিফ মিয়া ,আহাদ উল্লাহ,আলিফ উদ্দিন, কেশবপুর বাজার জামে মসজিদের মতল্লি সানাই মিয়াম, মোঃ সাজর মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার সকলের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজত করা হয়।
Leave a Reply