স্টাফ রির্পোটার ঃ- জগন্নাথপুর পৌরশহরের শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অরক্ষিত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় এ শহীদ মিনারের সংরক্ষরন ও সংস্কারের দাবী জানিয়ে মঙ্গলবার সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট কেয়ার’র নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করেছেন। এ সময় সংগঠনের প্রধান সম্বনয়ক মিজানুর রহমান রাসেল, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য শামিম আহমদ, মাছুম আহমদ, আব্দুল আলিম, রায়হানুল হক, রেজাউল ইসলাম, কামরুল ইসলাম, হিমেল, আলী, নানু, আক্তার, শামীনুর প্রমুখ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, স্বারকলিপি পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার সংরক্ষন ও সংস্কারের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।