স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাকবলিতে জুয়ার আসর পন্ড করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে অভিযান চালিয়ে জুয়া ও গাফলা খেলার আসর পন্ড করে দেয়া হয়। এসময় আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী উপস্থিত ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার কতিপয় যুবক ঘটা করে আয়োজন করে গাফলা খেলার। এছাড়াও ওই মাঠের সংলগ্ন রুমেনের জমিতে চলছিল জুয়ার আসর। এনিয়ে এলাকায় ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিলে এলাকাবাসী বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করে। পরে ওসির নির্দেশে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়া ও গাফলা খেলার আসর পন্ড করে দেয়।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক সাইফুল আলম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জুয়ার আসর বন্ধ করে দেয়া হয়েছে।