স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাঁটাগাঙ্গের সেই বেইলি সেতুর পাটাতন খুলে নিচের দিকে ঝুলছে।আজ বুধবার বিকেলের দিকে এমন দৃশ্য দেখা গেছে। সেতুটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
এরআগে গত ২৩ আগষ্ট একটি মালবাহী ট্রাক নারায়ণগঞ্জ থেকে জগন্নাথপুর উপজেলা সদরে আসার পথে কাঁটাগঙ্গের সেতুতে উঠলেই সেতু ভেঙে পানির নিচে তলিয়ে যায়। এঘটনায় ট্রাকে থাকা চালক ও তার সহকারী নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক সপ্তাহ যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ করে ফের যানচলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দা জুয়েল আহমদ জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকি দিয়ে যানচলাচল করে আসছিল। একাধিকবার সেতুর পাঠাতন খুলে ও সংযোগ সড়ক ধসে যান চলাচল বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছে। গত আগষ্ট মাসে মালবোঝাই একটি ট্রাক সেতু ভেঙে পানিতে তলিয়ে যায়। এতে দুইজন নিহত হন। এঘটনায় ঢাকা রাজধানীর সঙ্গে সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ফের জোরাতালি দিয়ে যান চলাচল করছে। আবারও পাটাতন খুলে ঝুলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিবহন শ্রমিক নেতা নিজামুল করিম জানান, গত বছরের নভেম্বর মাসে রানীগঞ্জ সেতুর উদ্ভোধনের পর থেকে আঞ্চলিক এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।কাঁটাগাঙ্গের সরো এ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিতে আছে।
সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যান চলাচলে সমস্যা সৃস্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।দ্রুত নতুন সেতু নির্মাণের দাবী জানাচ্ছি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগোর চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, দ্রূত যানচলাচল বন্ধের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছেন।