স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় ঘটে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজুস ইসলাম ও একই গ্রামের আরশ আলীর মধ্যে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে সন্ধ্যার দিকে স্থানীয় কলকলিয়া বাজারে দু;পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরশ আলী, আরজ আলী, এলেমান মিয়া, সুলেমান মিয়া, আবুল কালাম এনামুল হক, আমিন উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হানুরুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
Leave a Reply