সুহেল হাসান কলকিলয়া থেকে :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে কলকলিয়া বাজারে গণপাঠাগারে কমিটি গঠন উপলক্ষে এক সভা কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানকে আহ্বায়ক ও আলহাজ্ব সিরাজুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিনকে সদস্য সচিব করা হয়। কমিটির সদস্যরা হলেন, এইচ এম আজমল হোসেন,মোঃ সাইফুল ইসলাম,কৃপেন্দ্র দে,মিজানুর রহমান,আলাল হোসেন,মোঃ নজরুল ইসলাম,সেলিনা বেগম,ফেরদৌস আহমদ,আব্দুল কালাম প্রমুখ।