Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের উত্তর কালনীরচরে অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে স্থানীয় এমপি এবং সরকারের অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মন্ত্রীর পক্ষ থেকে ওয়ার্ডের ২শ ১৫ জন ক্ষতিগ্রস্থ লোককে ৫কেজি করে চাল দেয়া হয়। বুধবার সকাল ১০টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার বাড়িতে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া, গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী আনহার মিয়া, আ’লীগ নেতা আব্দুল মজিদ, হাজি আব্দুল জহির, হিরন মিয়া, সুলেমান মিয়া, তাজ উদ্দিন প্রমূখ।

Exit mobile version