স্টাফ রির্পোটার ঃ জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই পূর্বপাড়া পঞ্চায়িতী কবরস্থান পরিচালনা কমিটির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ইকড়ছই গ্রামের যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতিনের বাড়িতে গ্রামের মুরব্বী মনোফর উল্লাহ সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসস্মতিক্রমে যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতিনকে আহবায়ক, সাংবাদিক তাজউদ্দিন আহমদ, আব্দুল মতিন, আহমেদ কিবরিয়া রিংকু যুগ্ন আহবায়ক, সদস্য সচিব ছালিক আহমদ ডন, আয়াজ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, আমিনুল হক, জাকির হোসেন, কামাল মিয়া, গিয়াস উদ্দিন, শেখ ফুল মিয়া, ছায়াদ আহমদ, সেলিম আহমদ, আলী হোসেন, ছিফত আহমদ, সেবুল মিয়া, সাজাদ মিয়া, রুমেন আহমদ ডুমন, জাহাঙ্গীর হোসেন কে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।