আজাহারুল হক শিশু জগন্নাথপুর:: জগন্নাথপুর পৌর এলাকায় ইকড়ইছ গ্রামে “ইকড়ছই পঞ্চায়িতী কবরস্থান”র এক মাঠি ভরাঠের কাজ শুক্রবার বাদ জুম্মা আনুষ্টানিকভাবে শুরু হয়েছ। এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মফিজ উদ্দিন। এ সময় গ্রামের প্রবীন মুরব্বী তাহির উল্লা, কলিম উল্লা, যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতিন, ময়না মিয়া, গ্রামের আমির উদ্দিন, আব্দুর রাজ্জাক তাজউদ্দিন আহমদ, আহমদ কিব্বরিয়া রিংকু, আব্দুল মতিন, রফিকুল মিয়া, ছালিক আহমদ ডন, ছায়াদ মিয়া, আয়াজ মিয়া, আমিনুল ইসলাম, শরীফ আহমদ শিপন, জুনেদ আহমদ, রুমেন আহমদ ডুমন, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিরনী বিতরন করা হয়।