স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি শুক্রবার জগন্নাথপুর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুরম্য ভবনের উদ্ধোধন করেছেন। বিদ্যালয় দুটি হলো জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানীগঞ্জ ইউনিয়নের পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ব্যায় ৬৭ লাখ টাকা আর পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ব্যায় হয় ৬২ লাখ টাকা। সকালে মন্ত্রী ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করে এক উদ্ধোধনী সভায় যোগদেন। ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সভাপতি তাজউদ্দিন আহমদ সদস্য আহমদ কিবরিয়া রিংকু,বিদ্যালয়র শিক্ষক পার্থ গোপ, নাছিমা বেগম,রুমা দেব,উপপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,মাছুম মিয়া,সুজিত কুমার দে, ইব্রাহিম আলী,উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,সায়মন হোসেন,আব্দুল মুকিত, অনন্ত গোপ,আবু হেনা রনি, সজিব রায় দুর্জয় প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন হাজী আব্দুল কাইয়ুম মশাহিদ, অপরদিকে পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন মিয়ার পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এরশাদ মিয়া, জিল্লুল হক দুলাল,নুরুল হক, আব্দুস শহীদ রমজান আলী ছানা, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনি মিয়া প্রমুখ।
Leave a Reply