জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- জগন্নাথপুর উপজেলা পরিষদ ভবনের ইউএনও অফিসে নাশকতা রোধে নজরদারি বাড়াতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। বুধবার এ সিসি ক্যামেরা বসানো হয় বলে জানা গেছে। জগন্নাথপুরের ইউএনও অফিসের নিরাপত্তা ও নাশকতাকারীদের সহজে আইনের আওতায় আনা সম্ভব হবে মনে করছেন সংশ্লিষ্টরা ।
জানা গেছে, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির ফলে সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নাশকতার ঘটনা ঘটেছে। সম্প্রতি এক নিদের্শনায় সরকারি দপ্তর গুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। যার ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে ও উপজেলা পরিষদ ভবনের বাহিরে ২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটি সরকারের একটি ভালো উদ্যোগ। এতে করে ইউএনও অফিসসহ উপজেলা প্রশাসনের দপ্তর গুলোর নিরাপত্তা নজরদাররি মধ্যে থাকবে।