1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের আহবাব হোসেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরের আহবাব হোসেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৭২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সিলেটী বংশোদ্ভুত ব্রিটিশদের প্রতিনিধিত্ব অনেক দিন আগেরই। সিলেটী বংশোদ্ভুত বেশ কয়েকজন ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন মেয়র, স্পিকারসহ নানা পদে। এবার টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের আরেক কৃতী সন্তান বর্তমান ডেপুটি স্পিকার আহবাব হোসেন। বুধবার লন্ডন সময় বিকেল ৪টায় মেয়র জন বিগসের সভাপতিত্বে কেবিনেট মিটিংয়ে তিনি স্পিকার নির্বাচিত হন। এর আগে গতবছরের ১৫ মে রাতে অনুষ্ঠিত কাউন্সিলের এজিএমে তিনি ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছিলেন।কাউন্সিলর আহবাব হোসেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের মরহুম মদরিছ মিয়া ও শিরিয়া খাতুনের পুত্র। চার ভাই ও দুই বোনের মধ্যে আহবাব সবার বড়। ১৯৬৩ সালে জন্ম নেওয়া আহবাব হোসেন সিলেট নগরীর দি এইডেড হাইস্কুল থেকে এসএসসি পাস করে মদন মোহন কলেজে ভর্তি হন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন ওয়ার্ডে কাউন্সিল নির্বাচনে অংশ নেন আহবাব। নির্বাচনে তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।১৯৯৬ সালে আহবাব হোসেন যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি শুরু থেকেই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বসবাস করছেন। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটির সব ধরনের কাজকর্মে আহবাব হোসেন ছিলেন অগ্রণী। পরে আহবাব হোসেন ব্রিটেনের মেইন স্ট্রিম দল লেবার পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালে তিনি প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com