মনির আহমদ আশারকান্দি থেকে:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব খান ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট পেশ করেন। বাজেট পেশ উপলক্ষে এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আইয়ুব খান। ইউপি সচিব সাঞ্জব আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, এলাকাবাসীর পক্ষে তপুর মিয়া, সমাজকর্মী হাজী সুহেল আহমদ খান, সফিকুর রহমান, এনজিওকর্মী জিয়াউর রহমান, ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, এনামুল হোসেন, আব্দুর রব, ফজলুল হক কবিরী, শাহ ছানু মিয়া,মোঃ জমির উদ্দিন, নোমান আহমদ, ফয়জুননুর, বকুল চন্দ্র দাস, মহিলা সদস্যা স্বপ্না রানী রায়,আফিয়া খানম, সাজনা বেগম, ইকবাল খান, ছব্বির খান, আছলম উদ্দিন,নাজিম উদ্দিন,মদব্বির হোসেন,জামাল মিয়া, সিরাজ মিয়া, সুরুজ আলী,মাসুক মিয়া, বাবলীন খান প্রমুখ। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ২২হাজার ৭৯ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লক্ষ ৬১ হাজার ৪২৫টাকা। উদ্বৃতি দেখানো হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৫৪ টাকা।