জগন্নাথপুর উপজেলার আশারাকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামে আব্দুল বাছিত খান ফুটবল টুনামেন্ট উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মস্তফা আলালের সভাপতিত্বে উদ্বোধনীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সামাদ, ৩ নং ওয়ার্ডের মেম্বার জাকির আহমদ, ৮নং আশারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদ, যুবলীগনেতা ফয়সল খাঁন, ইস্তফা খাঁন শাহজাহান হাজারী প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধণী খেলায় অংশ নেয় ফরেনার এফসি ও সোনার বাংলা একাদশ। খেলায় ফরেনার এফসি ট্রাইবেকারে ৩-২ গোলে জয়ী হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি