Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সভা শুক্রবার বিকেলে নয়াবন্দর বাজারের রওশন কমিউনিটি সেন্টারে তৃণমুল বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ১ম সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ মালেক খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনোয়ারুল হক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সৈয়দ ইসহাক আলী,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছায়াদুজ্জামান ছায়াদ, রফিক আহমদ, যুবদল নেতা আহবাবুল হোসেন,এনাম হোসেন আনা মেম্বার, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা আনিসুজ্জামান চৌধুরী জনি প্রমুখ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আব্দুল কদ্দুছ মাষ্টার, হাফিজ সৈয়দ কয়ছর আহমদ,বদরুজ্জামান চৌধুরী সিতু মিয়া, শাহ ইব্রাহিম আলী, আব্দুল গফফার, ছানু মিয়া,সৈয়দ জিতু মিয়া মেম্বার জেলা ছাত্রদল নেতা শহীদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনছার মিয়া,বিএনপি নেতা আলমগীর জিন্মাদার,আব্দুল হক,কাপ্তান মিয়া, আজাদ মিয়া, শহীদ খান, কাজী আব্দুল মুকিত সেবু, কামাল উদ্দিন, আমির মিয়া, অপু মিয়া, জুনেল খান, আলী আহমেদ। সভায় কোরআন তেলওয়াত করেন, আছকির মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র আক্তার হোসেন বলেন, তৃণমুল বিএনপির দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করে বিএনপির ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের সমন্ধয়ে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করতে হবে।

Exit mobile version