সিলেট প্রতিনিধি-সুনামগঞ্জ জেলার দুই শিশুকে অপহরন করে হত্যাকারীদের কঠোর শাস্তি দিতে হবে। ছাতকের শিশু ইমন জগনাথপুরের আবু সাইদ কে অপহরন করে মুক্তিপন না পেয়ে ঘাতকরা দুই শিশুকে হত্যা করেছে। ঘাতকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। রবিবার আপরদিকে সুনামগঞ্জ জেলার হাওর রক্ষার বাধের কাজ দ্রুত সম্পন ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ দিতে হবে। সিলেট সুনামগঞ্জ সড়কে হাইওয়ের মর্যাদা দিতে হবে। ইলেকট্রিক সাল্পাইস্থ মেট্রোপলিটন ল’ কলেজে সুনামগঞ্জ সমিতি সিলেটের সভায় বক্তারা এ কথা বলেন। সমিতির সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক দিলওয়ার হোসেন বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন ফয়ছল রাজা চৌধূরী, জিল্লুর রহমান জিল্লু, হাজী আকিম উদ্দিন, নাদিরা সুলতানা, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নিরঞ্জন দাশ, মিজানুর রহমান মিজান, পিযূষ রঞ্জন পুরকায়স্থ, অধ্যাপক কাসমির রেজা, এডভোকেট সৈয়দ কয়ছর আহমদ প্রমূখ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সহ-সভাপতি এডভোকেট সিদ্দিকুর রহমান। সভায় সমিতির সংগঠনিক বিষয়ে নতুন সদস্য সংগ্রহ আজীবন সদস্যসহ সমিতির বিগত দিনের কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। সভায় প্রতি মাসে এক বার কার্যনিবার্হী কমিটির সভার সিদ্ধান্ত হয়।