সিলেট সংবাদদাতা:: বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আতাউর রহমান কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি সিলেট বিভাগের সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌরসভা শাখাসমূহের সকল কার্যক্রম তদারকি ও কমিশনকে গতিশীল করতে কাজ করবেন আতাউর রহমান। আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে এখন থেকে আতাউর রহমান নিজের গাড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পতাকা ও মনোগ্রাম ব্যবহার করতে পারবেন। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি অল্পভোটে পরাজিত হন উপজেলা পরিষদ নির্বাচনে। দীর্ঘদিন ধরে সিলেট শহরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবাধিকার সংগঠনের একজন হয়ে কাজ করছেন।