স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা আক্রান্ত হয়ে যুবক মারা যাওয়ার ২০ দিনের মধ্যে তাঁর মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে যুবকের মায়ের দাফন সম্পন্ন হয়। জানা গেছে, উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের যুবক সমাজকর্মী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিতু খান (৩০) গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে
মারা যান। সিলেটের একটি ক্লিনিকে বুধবার রাতে মারা যান লিতু খানের মা হায়ারুনেছা (৬৫)। রাতেই জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্হানীয় ইউ,পি সদস্য খলিলুর রহমান জানান, আমার ওয়ার্ডের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছি। ২০ দিনের ব্যবধানে এক পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায় গ্রামবাসী আতঙ্কিত।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূধন ধর জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে জানান আটঘর গ্রামের গিয়ে আমরা ৫টি পরিবার কে লকডাউন করেছি। লিতু খান করোনা পজিটিভ হলেও তাঁর মায়ের করোনা পজিটিভ ছিল না। তিনি বলেন স্বাস্থ্য বিধি মেনে চলতে আমরা সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।
Leave a Reply