Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের আইন শৃঙ্খলা সুরক্ষায় ইউএনও-ওসির সঙ্গে বিএনপির নেতাদের মতবিনিময়

দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুনামগঞ্জ জেলা বিএনপির নির্দেশে জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জগন্নাথপুরের ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সঙ্গে মতবিনিয়ম করেছেন।

আজ শনিবার (১০ আগষ্ট) বিকেলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আল বশিরুল ইসলামের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির।

পরে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের সঙ্গে মতবিনিময়সভা করেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবেনা। কেউ সন্ত্রাসী কর্মকান্ড করলে তা কঠোর হাতে দমন করার আহবান জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিএনপির নেতারা বলেন, জগন্নাথপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version