সুহেল হাসান কলকলিয়া থেকে:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল হক(৩৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লজিং বাড়ীর শয়নকক্ষ থেকে ঘুমন্তবস্থায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঝগলী গ্রামের কাছম আলীর ছেলে আশরাফুল হক গত ৫ বছর ধরে আইডিয়াল হাই স্কুলের বাংলার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাড়ারগাঁও গ্রামের হাজি সমছু মিয়ার বাড়িতে লজিং মাষ্টার হিসেবে থাকতেন। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা হলেও ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, লাশ দেখে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় স্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ কোন অভিযোগ না করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এদিকে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সাজ্জাদুর রহমান,শাহজালাল মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply