জগন্নাথপুরের সামাজিক সংগঠন বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর আয়োজনে “শহীদ আকবর সুলতান” স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে উপজেলার ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া.
পরে বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব – বালিকান্দী এর সভাপতি জগন্নাথপুরের কৃতি ফুটবলার মোঃ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জামাল হুসাইন এর পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রিজু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কলমদর আলী ও জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ সোহিন আহমদ দুধু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কৃতি ফুটবলার মোঃ শাহজামাল, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ হাসান আদিল, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ ইসলাম উদ্দীন, মোঃ নুরুজ্জামান, আবু তাহের, মোঃ ইকবাল হোসেন, বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, সহ- সাধারণ সম্পাদক শায়েক আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম।
উদ্বোধনী খেলায় জাউয়া লায়েক স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর যুগান্তর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৫ উইকেটে বিজয়ী হয়েছে।
আয়োজনকরা জানিয়েছেন টুর্নামেন্টে মোট ২৪ দল অংশ গ্রহণ করেছে।
প্রেস বিজ্ঞপ্তি