স্টাফ রিপোটার:; জগন্নাথপুরসহ সিলেটে রোববার থেকে শুরু হচ্ছে অনির্দষ্টিকালের সিএনজি অটোরিকশা ধর্মঘট। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অটো টেম্পু চলাচলে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা স্টেশন রোডের প্রধান কার্যালয়ে মহাসড়কের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া বলেন, ধর্মঘট চলাকলে হুমায়ুন রশীদ চত্তর, চন্ডিপুল, রশিদপুর, ফেঞ্চুগঞ্জ ব্রীজ, গোলাপগঞ্জ রোড, কুমারগাঁও বাইপাস ও সালুটিকর পয়েন্টে অবস্থান থাকবে শ্রমিকদের। তিনি বলেন, মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আলাদা লেনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি রয়েছে। সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফিকুর রহমান জানান, সিলেটের মহাসড়কগুলোতে অটোরিকশা ও অটোটেম্পো চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে যাতে এ গাড়িগুলো চলাচল করতে না পারে সে জন্য সড়কগুলোতে ট্রাফিক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অটোরিকশা ও অটোটেম্পো মালিক শ্রমিক সমিতিকে বিষয়টি অবহিত করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে সিলেটের এই আন্দোলনের সাথে জগন্নাথপুরের অটো রিকশা শ্রমিকরা সহমত পোষন করে আন্দোলনে রয়েছেন। যে কারণে আজ থেকে সিলেট যাতায়াতে জনদুভোগ বাড়তে পারে। কারণ জগন্নাথপুরের উল্লেখযোগ্য একটি অংশ অটোরিকশাযোগে সিলেট যাতায়াত করেন।
–