Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরসহ জেলার ১১টি উপজেলায় এবার ফসলরক্ষা বাঁধে বরাদ্দ ৩১ কোটি ৮৭ লাখ

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
চলতি বোরো মওসুমে সুনামগঞ্জের ১১ উপজেলার ৩৭টি ছোট-বড় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কারের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জেলায় গত বছরের তৈরি করা বাঁধগুলো অনুন্নয়ন প্রকল্পের মাধ্যমে পুনরায় মেরামত ও সংস্কারে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১ কোটি ৮৭ লাখ বরাদ্দ অনুমোদন দিয়েছে।
বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর পওর-১ শাখার নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভূঁইয়া। রোববার দুপুরে এই তথ্য জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত বোরো মওসুমে উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি করা বাঁধগুলো পুনরায় মেরামত ও সংস্কারের জন্য প্রতি উপজেলায় প্রকৌশলীদের একটি টিম গত কয়েকদিন ধরে হাওরের বাঁধগুলোতে সরেজমিনে প্রি-ওয়ার্ক সার্ভে (জরিপ) কাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাঁধের সার্ভের কাজ সম্পন্ন হবে। সার্ভের পাশাপাশি প্রাক্কলন তৈরির কাজও করছেন পানি উন্নয়ন বোর্র্ডের স্থানীয় হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলীগণ। এর পরপরই শুরু হবে প্রকল্প বাছাইয়ের কাজ। চলতি মাসের মধ্যেই গঠন করা হবে প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটি।
সম্প্রতি সুনামগঞ্জ জেলা পানি ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল
আহাদ জানিয়েছেন, গত বছর বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প ও বাস্তবায়নের প্রক্রিয়ার ছবি-ভিডিও সংরক্ষণ করা হয়েছিল। এসবকিছু দেখে সঠিক সময়েই এবারও ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করা হবে। হাওরের বোরো ফসলরক্ষায় কোন ধরনের বিলম্ব করা যাবে না। পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় চলতি বোরো ফসলরক্ষায় আন্তরিকতার সাথে কাজ করা হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পওর-১ শাখার নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভূঁইয়া বলেন,‘ চলতি বোরো মওসুমে হাওরের পরিবেশ অত্যন্ত ভাল। পানি সময়মতই নিষ্কাশিত হচ্ছে। গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাঁধ নির্মাণ কাজ আমরা সঠিক সময়েই শুরু করতে চাই। হাওরে বাঁধের সার্ভে ও প্রাক্কলনের কাজ চলমান রয়েছে। এর পরপরই পিআইসি কমিটি গঠন হবে। যাতে পিআইসিগুলো সঠিক সময়ে ও সঠিকভাবে বাঁধের কাজ সম্পন্ন করতে পারেন। তবে গ্রহণযোগ্য লোকদের দিয়ে পিআইসি গঠনের বিষয়ে উপজেলা কমিটির বিশেষ ভূমিকা পালন করতে হবে।’
প্রসঙ্গত, গত বছর সুনামগঞ্জের ১১টি উপজেলার ছোট-বড় ৩৭ টি হাওরের বোরো ফসলরক্ষায় ১৩৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছিল। ৯৫৫ পিআইসির মাধ্যমে ১৫১ কোটি টাকার কাজ বাস্তবায়ন হয়েছিল।

সুত্র-দৈনিক সুনামগঞ্জের খবর

Exit mobile version