জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::জগন্নাথপুরতথা সুনামগঞ্জাবসীর স্বপ্নের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের প্যাকেজ ডব্লিউডি-২-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ সেতু এবং বক্স পিসি গার্ডার নির্মাণ করা হবে। যৌথভাবে এ কাজটি পেয়েছে ‘সিআর টোয়েন্টিফোর বি’ ও ‘এমবিইএল’। এতে প্রাথমিকভাবে ব্যয় হবে ৯৩ কোটি ৯৫ লাখ টাকা। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্ঠায় সেতুটির কাজ অনুমোদন হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
সেতু নির্মাণসহ আটটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এ সেতুটি বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে গেল। রানীগঞ্জ সেতু প্রকল্প সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে অনুমোদন হওয়ায় জগন্নাথপুরবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ সেতুটির প্রকল্প বাস্তবায়নে জোর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। আগষ্ট মাস থেকে সেতুটির কাজ শুরু হবে বলে জানা গেছে। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রানীগঞ্জ সেতুটি অনুমোদন হওয়ায় সুনামগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। তিনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে জগন্নাথপুরতথা সুনামগঞ্জবাসীর স্বপ্নের দোয়ার উন্মুচিত হবে।
Leave a Reply