Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরকে ভিক্ষুকমুক্ত করতে টং দোকানসহ নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিক্ষাবৃত্তি থেকে আত্মনির্ভশীল করে তুলতে নগদ অর্থ ও নতুন নির্মিত টং দোকান বিতরণ করা হয়েছে ভিক্ষুকদের মধ্যে।

আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় জগন্নাথপুরের ৫জন ভিক্ষুককে টং দোকান করা হয়েছে। দোকানের পাশাপাশি দোকানের মালামাল ক্রয়ের জন্য নগদ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, জগন্নাথপুরকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসকের অর্থায়নে আজ আমরা ৫জনকে টং দোকান দেয়া হয়েছে। এছাড়া দোকানের মালামাল কিনতে নগদ ৪ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে বলে তিনি জানান।

Exit mobile version