স্টাফ রির্পোটার :: জেলার জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগনেতাসহ আহত হয়েছেন ২জন। তাদেরেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়ি গ্রামের আওয়ামীলীগ নেতা আবদুর নূরের সঙ্গে একই এলাকার জিলু মিয়ার পক্ষের লোকজনের পূর্ব বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় টুকেরবাজার থেকে আবদুর নূর তার ভাই আবদুল জলিল মাষ্টার বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটবর্তী স্থানে পৌছা মাত্র জিলু মিয়ার নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী অর্তকিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা আবদুর নূরের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এ সময় সঙ্গে থাকা তার ভাইকে মারধোর করা হয়। গুরুত্বর আহত অবস্থায় আবদুর নুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা । অপর আহত আবদুল জলিল মাষ্টারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।
Leave a Reply