ঈদ বাজার-
স্টাফ রিপোর্টার:: সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল আযহার শেষ হাটবাজার জগন্নাথপুর বাজরে বুধবার ছিল জনস্রোত। কিন্তু বৃষ্টির কারণে ক্রেতাদের সীমাহীন কষ্টে পড়তে হয়। অনেকেই পছন্দের জিনিস না কিনে শুন্য হাতে বাড়ি ফিরেন। আজ বৃহস্পতিবার আবহাওয়া ভালো হলে আবারও জমে উঠতে পারে ঈদ বাজার। সরেজমিনে বুধবার জগন্নাথপুর বাজার ঘুরে জনস্রোত লক্ষ্য করা গেলেও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে ভীন্ন চিত্র। ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমনিতেই এবার ঈদ বাজার জমেনি। বুধবার মানুষের দেখামিললেও বৃষ্টির কারণে ক্রেতাদের মন খারাপ হয়ে যায়। তাই ব্যবসাযীদের আশানুরূপ ব্যবসা হয়নি। অন্যদিকে জগন্নাথপুর বাজারের গরুর হাটছিল জমজমাট। সময় না থাকায় ক্রেতারা বাধ্য হয়েই বেশীদামে হলেও কোরবানীর পশু ক্রয় করেন। পশুর হাটে জমজমাট বিকিকিনি হলেও কাপড়ের বিপনী বিতানগুলোর কাঙ্কিত বিক্রি হয়নি। বাজারে আসা পাটলী ইউনিয়নের লামারসুলগঞ্জ গ্রামের লিটন-সুজানা দম্পতি বলেন, অনেক দূর থেকে জগন্নাথপুর বাজারে এসেছিলাম পরিবারের সবার জন্য কাপড় জুতা ক্রয় করব। বৃষ্টির কারণে পছন্দের কাপড় খুঁজতে পারিনি। তাই বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বকুল গোপ বলেন, বৃষ্টি না হলে আজ খুব ভালো বিকি হতো। ক্রেতাদের উপস্থিতি ভালো থাকলেও বৃষ্টির কারণে ক্রেতারা ঘুরতে পারেননি। এদিকে জগন্নাথপুর পৌরপয়েন্ট থেকে রানীগঞ্জ সড়কের বেহালদশার কারণে উক্ত সড়কের বেশ কয়েকটি বড় বিপনী বিতানের ব্যবসায় ধস নেমেছে। সালমান ফ্যাশন ও রূপনগর নামে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে রাস্তায় পানি জমে থাকার কারণে ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। দীঘদিন ধরে উক্ত সড়কের বেহাল দশায় ব্যবসায়ীর পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও সড়ক সংষ্কারে কোন পদক্ষেপ না নেয়ায় ব্যবসায়ীরা হতাশ। জগন্নাথপুর পৌরশহরের প্রাণকেন্দ্রের সড়কের এমন বেহালদশায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আশু উক্ত সড়কের সংস্কারের জোর দাবি জানিয়েছেন। জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের আশা আবহাওয়া ভালো থাকলে আজ বৃহস্পতিবার শেষ দিনে জমবে ঈদবাজার।