স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,শিক্ষক সাইফুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক,আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশীদ,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যাণ আবুল হাসান,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মফিজুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন,- মাদকসেবীদের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমে মাদকের আস্তানা গুড়িয়ে দিতে পুলিশকে আনআতরিকতার সহিত কাজ করতে হবে। কারণ সাম্প্রতিককালে বেশ কয়েকজন মাদকসেবী গ্রেফতার হলেও মাদক ব্যবসায়ীরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এছাড়াও যানজট নিরসন কল্পে মোবাইলকোর্ট পরিচালনার দাবি জানানো হয়। শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে কঠোর ভূমিকা পালনের জন্য বলা হয়।
Leave a Reply