জগন্নাথপুর২৪ ডেস্ক:: মৃত সন্তান বেঁচে উঠবে এই আশায় সন্তানের সমাধির পাশে ৩৮ দিন অবস্থান করেছেন এক পিতা। কিন্তু ছেলে তার বেঁচে ওঠে নি, যা জগতের নিয়ম। ভারতের অন্ধ্রপ্রদেশের থুপ্পাকুলা রামু হলেন ওই পিতা। তাকে এক তান্ত্রিক বলেছিলেন, ছেলেকে পুনরুজ্জীবিত করার একমাত্র পথ হলো তার সমাধিতে গিয়ে একটানা অবস্থান করা। এই পরামর্শ দেয়ার জন্য ওই তান্ত্রিককে ৭ লাখ রুপি দিয়েছেন থুপ্পাকুলা রামু। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
অন্ধ্রপ্রদেশের নেলোরে জেলার গ্রাম পেটলুরু। সেখানে বসবাসকারী রামুর ছেলে টি. শ্রিনিবাসুলু (২৬) সোয়াইন ফ্লুতে মারা যান গত মাসে।
২০১৪ সাল থেকে তিনি কুয়েতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। মারা যাওয়ার মাত্র তিন মাস আগে তিনি দেশে ফিরেছেন। সংসারের চাহিদা মেটাতে তিনি কিনে নিয়েছিলেন একটি অটোরিক্সা। সংসারের একমাত্র উপার্জনক্ষম তিনিই। অকস্মাৎ অসুস্থ হয়ে পড়েন শ্রিনিবাসুলু। কিনতউ তিরুপাতিতে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা যান তিনি। তাকে সমাহিত করা হয় খ্রিস্টানদের এক কবরস্থানে। কিন্তু ছেলের মারা যাওয়া মেনে নিতে পারছিলেন না রামু। এ অবস্থায় একজন তান্ত্রিক তাকে পরামর্শ দেয়, ছেলের সমাধিতে ৪১ দিন অবস্থান করার জন্য। তাতে তার ছেলে জেগে উঠবে বলে প্রতিশ্রুতি দেয়। এভাবে ৩৮ দিন কেটে যাওয়ার পর বিষয়টি যায় পুলিশের কানে। ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। রামুকে অনেক বুঝিয়ে ওই সমাধি থেকে তারা বাসায় নিয়েছে। পুলিশের স্থানীয় কর্মকর্তা শ্রীরামবাবু বলেছেন, ওই তান্ত্রিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন রামু। তাই কারো বিরুদ্ধে কোনো মামলা হয় নি।
সৌজন্যে-মানব জমিন
Leave a Reply