জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ছেলেকে বিয়ে করাতে গিয়ে বিয়ে করে বসলেন বাবাও। এমনকি ছেলের বিয়ের আগেই নিজের বিয়েটি সেরে নিলেন। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
বাবাকে নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন ছেলে। সঙ্গে ছিল তার পরিবারও। মেয়ের বাড়িতে হাজির বর পক্ষ। মেয়ে বাড়িতে সবই ঠিক, হঠাৎ বাধ সাধল মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে, যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি।
ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে। কোনও উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। এই প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা। ব্যস। বাবা ছেলে একই অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।